Site icon Jamuna Television

ব্রাজিলের ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫২

ছবি: সংগৃহীত।

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৫২ জনে। এখনো নিখোঁজ ১৫৪ জন। পাহাড়ি শহর পেত্রোপলিসে এখনো হচ্ছে বৃষ্টিপাত। দুর্যোগপূর্ণ পরিবেশে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। খবর ফ্রান্স ২৪ এর।

সময়ের সাথে কমছে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। তবে হাল ছাড়ছেন না স্বেচ্ছাসেবীরা। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে। এখনো অঞ্চলটিতে গৃহহীন ৯ শতাধিক মানুষ।

গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হয় ভূমিধসের। তাতে ধ্বংসস্তুপে পরিণত হয় রিও ডি জেনেরিও রাজ্যের শহরটি। আগামী কয়েকদিন বৈরী আবহাওয়া থাকবে রয়েছে এমন পূর্বাভাস।

এসজেড/

Exit mobile version