Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতেও উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। তৃতীয় ও শেষ ম্যাচে উইন্ডিজকে ১৭ রানে হারিয়েছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রুতুরাজ গাইকোয়াডের উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন ইশান কিশান ও শ্রেয়াশ আইয়ার। ১৬ বলে ২৫ রান করে আইয়ার ফিরলে ভাঙে এই জুটি। ৩৪ রানে ফেরেন কিশান। সুরিয়াকুমার যাদবের ৩১ বলে ঝোড়ো ৬৫ রান আর ভেংকটেশ আইয়ারের ৩৫ রানে ১৮৪ রান তোলে ভারত।

জবাবে ভালো শুরু না পেলেও নিকোলাস পুরান আর রভম্যান পাওয়েলের ব্যাটে জয়ের আশা দেখছিল উইন্ডিজ। ২৫ রান করে ফেরেন পাওয়েল। ৪৭ বলে ৬১ রান করে পুরান ফিরলে জয়ের আশাও শেষ হয় উইন্ডিজের। ভারতের হয়ে তিন উইকেট নেন হার্শাল প্যাটেল।

/এডব্লিউ

Exit mobile version