Site icon Jamuna Television

মিয়ানমারে ফিরলো প্রথম রোহিঙ্গা পরিবার

বান্দরবানের তমব্রু সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’-এ আশ্রয় নেয়া পাঁচ সদস্যের একটি রোহিঙ্গা মুসলিম পরিবার স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত গেছে। শনিবার সকালে, কোনারপাড়া জিরো পয়েন্ট রাখাইন সীমান্তের তংপিওলেতইউয়া আশ্রয়কেন্দ্রে নেয়া হয় তাদের।

সেখানে তাদের পরিচয় যাচাই-বাছাই করে, মিয়ানমারের অভিবাসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের খাবার, মশারি, কম্বলসহ অন্যান্য নিত্য-প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা হয়।

মিয়ানমার সরকারের দাবি, এর মধ্য দিয়েই বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলো। যদিও রোহিঙ্গা প্রত্যাবাসনে, নেইপিদো’র কাছে বাংলাদেশ সরকারের দেয়া আট হাজার ৩২ জনের তালিকায় নেই পরিবারটির কোনো সদস্যের নাম।

বাংলাদেশের সরকারি একটি সূত্র তাদের ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে কিছু জানায়নি নেইপিদো।

Exit mobile version