Site icon Jamuna Television

স্কুল-কলেজ খুলছে আগামীকাল

সব প্রতিষ্ঠানেই সশরীরে ক্লাসের প্রস্তুতি চলছে জোরেশোরে। আগামীকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে আবারও খুলছে স্কুল কলেজ।

শিক্ষকরা জানিয়েছেন, সব শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে স্কুলে আসার বার্তা দেয়া হয়েছে। নতুন করে সাজানো হচ্ছে ক্লাস রুটিন। সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মানার ওপর। আবারও স্কুলের পরিচিত আঙিনায় ফিরতে পারার আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও।

সংক্রমণের ঊর্ধ্বগতিতে গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। পরে কারিগরি কমিটির পরামর্শ নিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নেয়া হয়।

/এডব্লিউ

Exit mobile version