Site icon Jamuna Television

‘বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত করতে উদ্যোগী হতে হবে’

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি যেন আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত হয় সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে বিভিন্ন মিশনে কর্মরত কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্রসচিব বলেন, বাংলাকে আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত করতে বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও সামিল হতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগে বাংলা ভাষা পেয়েছি। তাদের অবদানকে ভুলে গেলে চলবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই মিলে কাজ করতে হবে। বিশ্বের সকল প্রান্তে মানবতা ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধিরা ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

Exit mobile version