Site icon Jamuna Television

চট্টগ্রামের মহসিন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে শহীদ দিবসের ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ছেন তিনজন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এক গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে নামার সময় অন্য গ্রুপের নেতাকর্মীদের সাথে শুরু কথাকাটাকাটি। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়া।

এ সময় ইটপাটকেলের আঘাতে আহত হয় তিনজন। দু’পক্ষের পাল্টাপাল্টি শ্লোগানে কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসজেড/

Exit mobile version