Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ২০

শহীদ মিনারে ফুল দেয়া ও মিছিল করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন নেতাকর্মী। এরমধ্যে উভয়পক্ষের ১৩ নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ সড়কের ডাকবাংলাের সামনে এবং প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। মূলত ফুল দেয়ার সময় স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা শুরু হয়। তবে তাৎক্ষণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসজেড/

Exit mobile version