Site icon Jamuna Television

আবারও জাপানের আকাশে উত্তর কোরিয়ার মিসাইল

দু’সপ্তাহের ব্যবধানে আবারও জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া। শুক্রবার ভোরে ছোড়া এ মিসাইল জাপানের হোক্কাইডো অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।

নতুন করে দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের পরপরই ছোড়া হলো। জাপান এবং দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই মিসাইল ছোড়া হয়। জাপানের উত্তরাংশের ওপর দিয়ে প্রায় দু হাজার কিলোমিটার এলাকা পাড়ি দেয়ার পর ক্ষেপণাস্ত্রটি মহাসাগরে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়ায় পুরো জাপানে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে মার্কিন ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম এই ক্ষেপনাস্ত্র। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, উত্তর কোরিয়ার এ ধরণের কার্যক্রমকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে ঘোষণা দিয়েছে জাপান। এরআগে গেল ২৯ আগস্ট একই কায়দায় হওসং-টুয়েলভ মিসাইল ছোড়ে উত্তর কোরিয়া।

Exit mobile version