Site icon Jamuna Television

দর্শনা রেলবন্দরে তিন নিরাপত্তাকর্মীকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এক আনসার সদস্যসহ ইয়ার্ডের তিন নিরাপত্তাকর্মীকে উপর্যুপুরী কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, প্রতিদিনের মত শনিবার রাতে রেল ইয়ার্ডে টহল দিচ্ছিলো ৫ জন নিরাপত্তারক্ষী। এ সময় ৭/৮ জন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। কুপিয়ে জখম করে নিরাপত্তাকর্মী হাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক ও সঞ্জিত কুমার বিশ্বাসকে। এদের মধ্যে হাফিজুর ও রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় আনা হয়েছে। হামলাকারীরা চোরাকারবারী বলে সন্দেহ রেল কর্তৃপক্ষের। হামলায় জড়িত সন্দেহে সন্দেহভাজন ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Exit mobile version