Site icon Jamuna Television

সুনামগঞ্জে পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশি হেফাজতে নির্যাতনের পর এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মরদেহ নিয়ে সোমবার বিকেল ৩টার দিকে মহাসড়কে অবস্থান নেয় কয়েক শ’ মানুষ।

এলাকাবাসী জানায়, সপ্তাহখানেক আগে চুরির একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় উজির নামে এক ব্যক্তিকে থানায় ডেকে নেয়া হয়। সেখানে তার ওপর নির্যাতন চালানো হয়। ছাড়া পাবার পর সিলেট ওসমানীয় মেডিকেলে ভর্তি করা হয় উজিরকে। হাসপাতাল থেকে বাসায় আসার পর আজ মারা যান উজির।

স্বজন ও এলাকাবাসীর দাবি, পুলিশের নির্যাতনের ফলেই মৃত্যু হয়েছে উজিরের। শান্তিগঞ্জ থানার অভিযুক্ত এসআই দেবাশিষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। যান চলাচল বন্ধ করে দেয়ায় মহাসড়কের উভয়পাড়ে কয়েক কিলোমিটার জুড়ে যানজট দেখা দিয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
ইউএইচ/

Exit mobile version