Site icon Jamuna Television

সিরিয়ায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

আরেকবার রাসায়নিক হামলার চেষ্টা হলে, সিরিয়ায় ফের আক্রমণ চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। রাজধানী দামেস্কে প্রথম দিনের অভিযান সফল দাবি করে, বাশার আল-আসাদের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হামলার পরপরই, জাতিসংঘে জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়া ও সিরিয়ার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। নিরাপত্তা পরিষদে মস্কোর নিন্দা প্রস্তাব ভেস্তে যায় ওয়াশিংটনের ভেটোতে। সিরিয়া পরিস্থিতি আরও জটিল না করতে বিবদমান পক্ষগুলোকে আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সিরিয়ার দুমায় রাসায়নিক হামলার অভিযোগে, শনিবার দামেস্কে অন্তত ১০৫টি মিসাইল ছোঁড়ে মার্কিন, ব্রিটিশ ও ফরাসি বাহিনী। হামলায় আসাদ সরকারের রাসায়নিক অস্ত্রের মজুদের বড় অংশ ধ্বংসের দাবি করে পশ্চিমা দেশগুলো। অবশ্য, অধিকাংশ মিসাইলই ভূপাতিত করে দেয়া হয়েছে বলে পাল্টা দাবি সিরিয়া ও মিত্র রাশিয়ার।

Exit mobile version