Site icon Jamuna Television

অসুস্থ মায়ের যত্ন না নেয়ায় স্ত্রীদেরকে তালাক দিলো তিন ভাই

ছবি: সংগৃহীত

বৃদ্ধা অসুস্থ শাশুড়ির যত্ন না নেয়ায় এক মিনিটের ব্যবধানে স্ত্রীদের তালাক দিয়েছেন ৩ ভাই। আর মায়ের প্রতি স্ত্রীদের এমন অবহেলা সহ্য হয়নি তিন ছেলের। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় এ ঘটনা ঘটেছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনের মতো বাইরের কাজ শেষে ঘরে ফিরে আসেন তিন ভাই। এসেই দেখতে পান যে, বাড়ির উঠোনে তাদের বৃদ্ধা অসুস্থ মাকে গোসল করাচ্ছেন প্রতিবেশীরা।

কিন্তু তাদের স্ত্রীরা আশেপাশে নেই। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হন তিন ভাই। উঠোনে দাঁড়িয়েই এক মিনিটের মধ্যে নিজেদের স্ত্রীদের তালাক দেন তারা।

জানা যায়, ওই বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে। এতদিন মায়ের দেখাশোনা করতেন মেয়ে। কিন্তু সম্প্রতি তার স্বামীর শরীরে ক্যান্সার ধরা পড়েছে। তাই এখন স্বামীকে সময় দিতে হচ্ছে। এমন অবস্থায় মায়ের সেবা করার জন্য আসতে পারছেন না তিনি।

আরও পড়ুন: প্রতিবেশী ‘কাকা’র সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় মাকে দেখে ফেলে সন্তান, লজ্জায় আত্মঘাতী যুগল

বোনের অনুপস্থিতিতে নিজেদের স্ত্রীকে মায়ের যত্ন নিতে বলেছিল তিন ভাই। কিন্তু তা না করে অসুস্থ মাকে প্রতিবেশীদের করুণায় ছেড়ে দেয়ায় ওই তিন ভাই তাদের স্ত্রীদেরকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেয়।

/এনএএস

Exit mobile version