Site icon Jamuna Television

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না: ইসরায়েল

মিউনিখের নিরাপত্তা সম্মেলনে বেনি গান্টজ

ফিলিস্তিনি সত্তাকে স্বীকার করা হলেও ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র থাকবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। খবর মিডলইস্ট মনিটরের।

রোববার (২০ ফেরুয়ারি) জার্মানির মিউনিখে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলন শেষে এক সংবাদ বিবৃতিতে এমন মন্তব্য করেন বেণি গান্টজ।

এক প্রতিবেদনে মিডলইস্ট মনিটর জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেন, ফিলিস্তিনি সত্তাকে স্বীকার করলেও ভবিষ্যতে পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে কিছুতেই প্রতিষ্ঠিত হতে দেবে না ইসরায়েল কর্তৃপক্ষ। আমরা কোনো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চাই না। আমরা ইসরায়েলি ও ফিলিস্তিনি এই দুই সত্তার ভিত্তিতে সমাধান করতে চাই।

গান্টজ বলেন, দুই সত্তাভিত্তিক সমাধান অনুসারে আমরা ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বশাসনকে স্বীকার করি। কিন্তু, ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। এর মাধ্যমে ইসরাইলি ও ফিলিস্তিনি জাতির সমন্বয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বটে কিন্তু, কোনো পূর্ণাঙ্গ বা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে কিছুতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, দেখুন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে বলা হয়েছিল যে ইসরায়েলকে ১৯৬৭ সালের সীমানা মেনে নিতে হবে। কিন্তু এর মাধ্যমে মূলত একটি বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। এবং এ কারণেই দ্বিরাষ্ট্রভিত্তিক কাঠামো অনুসারে কোনো সমাধান আসেনি। এ জন্যই আমরা দুই সত্তাভিত্তিক সমাধান চাই, যাতে ফিলিস্তিনিদের অধিকার ও ইসরায়েলের নিরাপত্তা দুটিই নিশ্চিত হয়।


/এসএইচ

Exit mobile version