Site icon Jamuna Television

ভাষাশহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানালেন সাকিব-তামিমরা

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাহানারা আলম- সকলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ওয়ানডে অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল নিজের ফেসবুক পেইজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘মহান ২১ শে ফেব্রুয়ারি।’ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শহীদ মিনারের ছবি পোস্ট করে সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। টেস্ট অধিনায়ক মুমিনুল হকও শহীদ মিনারের ছবি পোস্ট করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

এদিকে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে আছেন জাতীয় দলের নারী ক্রিকেটাররা। দলের পেসার জাহানারা আলম এক পোস্টে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে জানান বাংলা ভাষা তার অহংকার।

আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ডাক পেলেন মুনিম

জেডআই/

Exit mobile version