Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় দাবানলে জরুরি অবস্থা জারি

অস্ট্রেলিয়ার সিডনির একাংশে ছড়িয়ে পড়া দাবানলের কারণে আবারও জারি করা হলো জরুরি অবস্থা। রোববার দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

একইসাথে দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করা ৫ শতাধিক ফায়ার সার্ভিস কর্মীর প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই কোন জানমালের ক্ষতি হয়নি। তবে শনিবার দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও রোববার ভোর থেকে আবারও বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন।

নিউ সাউথ ওয়েলস ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পুড়ে গেছে এক হাজার হেক্টরের বেশি বনভূমি। তবে লোকালয় পর্যন্ত পৌঁছানোর আগেই তা নেভাতে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের সাবধান থাকার পাশাপাশি প্রয়োজনে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ।

Exit mobile version