Site icon Jamuna Television

বাংলাদেশের সামনে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ওঠার সুযোগ

ছবি: সংগৃহীত।

আফগানিস্তান সিরিজে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে আইসিসি ওডিআই সুপার লিগের শীর্ষে উঠার। দেশটির বিপক্ষে সিরিজ জিতলেই ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠবে টাইগাররা।

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮০। সুপার লিগ চালু হওয়ার পর থেকে ১২ ম্যাচে ৮ জয় টাইগারদের। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ১৫ ম্যাচে ৯ জয় রয়েছে ইংলিশদের। ম্যাচ প্রতি ১০ পয়েন্ট করে দুটি জয় পেলেই শীর্ষে উঠে আসবে বাংলাদেশ। ১ পয়েন্ট কম নিয়ে বাংলাদেশের পরেই অবস্থান ভারতের।

চমক দেখিয়ে টেবিলের চারে অবস্থান করছে আয়ারল্যান্ড। তাদের ঝুলিতে আছে ৬৮ পয়েন্ট। ৬২ ও ৬০ পয়েন্ট নিয়ে এই তালিকার পাঁচ ও ছয় নাম্বারে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবে মোট দশ দল। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে ভারত। ৭ দল বেছে নেওয়া হবে সুপার লিগ থেকে। সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম ৭ দল সরাসরি বিশ্বকাপের খেলার সুযোগ পাবে। তবে সেই ৭ দলের মধ্যে আয়োজক দল ভারত থাকলে সরাসরি খেলবে ৮ দল। বাকি দুই জায়গার জন্য সুপার লিগের বাকি দলগুলো কোয়ালিফায়ার খেলেব আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে।

আরও পড়ুন: নিজেকে গবাদি পশুর মতো মনে হয়; আইপিএল নিলাম প্রসঙ্গে উথাপ্পা

জেডআই/

Exit mobile version