Site icon Jamuna Television

করোনা আক্রান্ত জাস্টিন বিবার

ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত পপ তারকা জাস্টিন বিবার। রোববার (২০ ফেব্রুয়ারি) লাস ভেগাসে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এ পারফর্ম করবার কথা ছিল বিবারের। কিন্তু কোভিড পজেটিভ হওয়ার শেষ মুহূর্তে এই শো পিছিয়ে দিতে বাধ্য হলেন এই তারকা। বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, আগামী ২৮শে জুন ফের আয়োজিত হবে এই কনসার্ট। এই মিউজিক্যাল ট্যুরের অফিশিয়াল পেজ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এই খবর। বিবৃতিতে বলা হয়েছে, জাস্টিস ট্যুর পরিবারের সদস্যের করোনা রিপোর্ট পজেটিভ হওয়ায় দুর্ভাগ্যবশত রোববারের অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।

পাশাপাশি জানানো হয়েছে রোববারের টিকিট দিয়েই ২৮শে জুনের শো দেখতে পাবেন অনুরাগীরা। যদি কেউ টিকিটের পরিবর্তে টাকা ফেরত চান, তেমন ব্যবস্থাও থাকছে। সম্প্রতি জাস্টিন এবং তার স্ত্রী হেইলিকে সুপার বোলে দেখা গিয়েছিল। ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসাবে বিশ্বের ২০টি দেশে পারফর্ম করবেন জাস্টিন বিবার। থাকছে মোট ৫২টি কনসার্ট।

/এনএএস

Exit mobile version