Site icon Jamuna Television

আজ খুলছে স্কুল-কলেজ

আজ থেকে আবারও খুলছে স্কুল-কলেজ। আর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২ মার্চ থেকে শুরু হবে প্রাথমিকের ক্লাস।

শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে চলবে সে বিষয়ে ২০টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়, স্কুল-কলেজ খোলার প্রথম দিন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে স্বাগত জানাতে হবে।

শিক্ষার্থীদের মধ্যে যারা দুই ডোজ টিকা নিয়েছে তারাই সশরীরে ক্লাসে অংশ নিতে পারবে। শ্রেণিকক্ষে বসার ক্ষেত্রে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া শিক্ষার্থীরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সেটি তাদের বুঝিয়ে বলতে হবে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে গত ২১ জানুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। পরে কারিগরি কমিটির পরামর্শ নিয়ে ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খোলার অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

/এডব্লিউ

Exit mobile version