Site icon Jamuna Television

মিয়ানমার জান্তা সরকারের ওপর আবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা

মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের জন্য জান্তা সরকারের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন। গত বছর সেনাঅভ্যুত্থানের পর এ নিয়ে চতুর্থ বারের মতো তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ইইউ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) জান্তা সরকারের সাথে সংশ্লিষ্ট ২২ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয় নিষেধাজ্ঞা। ইউরোপিয়ান কাউন্সিলের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এমন ব্যক্তিদের মধ্যে জান্তা সরকারের কয়েজন মন্ত্রী, সেনা কর্মকর্তা, জাতীয় নির্বাচন কমিশনের সদস্য রয়েছে।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর এখন পর্যন্ত চার ধাপে ৬৫ জন ব্যক্তি ও ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞারোপ করলো ইইউ। সেনা শাসনের বিরুদ্ধে মিয়ানমারে এক বছরের বেশি সময় ধরে চলছে বিক্ষোভ-আন্দোলন।

/এডব্লিউ

Exit mobile version