Site icon Jamuna Television

ইউক্রেনের ২ এলাকাকে স্বাধীন ঘোষণা দিয়ে সেনা মোতায়েনের সিদ্ধান্ত রাশিয়ার

সীমান্তে যুদ্ধ উত্তেজনার মধ্যেই ইউক্রেনের দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো রাশিয়া। রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল দুটিতে সেনা মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে অঞ্চল দুটিতে সেনা মোতায়নের ঘোষণা দিয়েছে পুতিন প্রশাসন। তবে ইউক্রেন এ ঘোষণাকে দেখছে সামরিক আগ্রাসন হিসেবে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেয়া এক ভাষণে ইউক্রেনকে রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ দাবি করেন রুশ প্রেসিডেন্ট। ফোর্বসের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, স্বীকৃতি দিতে প্রয়োজনীয় নথি এবং একটি ডিক্রিতে সই করেন পুতিন। এসময় তিনি বলেন, এই সিদ্ধান্ত আরও আগেই নেয়া উচিৎ ছিল।

তিনি বলেন, দোনেৎস্ক এবং লুহানস্ককে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে তাদের সেনারা। মস্কোর এই ঘোষণাকে পুরোদস্তর সামরিক আগ্রাসন হিসেবে দেখছে ইউক্রেন। নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ডিক্রিকে কালো সই বলেও মন্তব্য করেছেন।

২০১৪ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে ক্রাইমিয়া দখলের পর থেকেই দোনেৎস্ক এবং লুহানস্ক নিয়ন্ত্রণের জন্য বিচ্ছিন্নতাবাদিরা লড়াই করে আসছে। গেলো ৬ বছরে কিয়েভ সেনাদের সাথে লড়াইয়ে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version