Site icon Jamuna Television

৬২ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে ছুটি পাবে দুই দিন

আজ থেকে সারাদেশের ৬২ স্কুলের ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হয়েছে। সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালি যুক্ত হয়ে পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে দুইদিন করে ছুটি পাবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অন্য সব ক্লাসের শিক্ষার্থীদের ছুটি আগের মতোই থাকবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই শিক্ষা কারিকুলামের পরিবর্তন আনা হয়েছে। তিনি আরও বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়ন সহজ করার জন্য শিক্ষাক্ষেত্রের সমস্যাগুলোও চিহ্নিত করা হবে। এসময় এনসিটিবি মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে পাইলটিং শুরু হওয়া ওই ৬২ শিক্ষা প্রতিষ্ঠানকে সংযুক্ত করা হয়।

শিক্ষার্থীরা যাতে পড়াটাকে আনন্দের সাথে নেয়, সেটাই এ কার্যক্রমের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। ২০২৪ সাল থেকে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি এক ঘোষণায় জানানো হয়েছে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হবে।

/এডব্লিউ

Exit mobile version