Site icon Jamuna Television

১২ বছর পর ফিরলো হারানো কুকুর

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়ার দীর্ঘ ১২ বছর পর মালিকের কাছে ফিরলো একটি কুকুর। কাকতালীয় এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। বিবিসির খবর।

১০ ফেব্রুয়ারি একটি গাড়ি থেকে জোয়ি নামের কুকুরটিকে ফেলে দেয়া হয়। তা দেখে পুলিশকে খবর দেন এক পথচারী। পরে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় জোয়িকে।

কুকুরটির শরীরে থাকা শনাক্তকারী চিপ থেকে জানা যায়, এটি ২০১০ সালে হারিয়ে গিয়েছিলো। এমনকি ২০১৫ সালে কুকুরটিকে মৃত হিসেবে ধরে নেয় মাইক্রোচিপ কোম্পানি। পরে প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করে প্রকৃত মালিকের সন্ধান মেলে। এক যুগ পর নিজের প্রিয় পোষা প্রাণীর সন্ধান পেয়ে বেশ খুশি মালিক। তিনি জানান, ২০ মিনিটের জন্য দোকানে গিয়েছিলেন পরিবারের অন্যদের সাথে। বাসায় ফিরে আর জোয়িকে খুঁজে পাননি।

Exit mobile version