Site icon Jamuna Television

ইভটিজিংয়ে বাধা দেয়ায় খুন হয় স্কুলছাত্র দিদারুল, গ্রেফতার ১

কুষ্টিয়ার কুমারখালীতে ইভটিজিংয়ে বাধা দেয়ায় খুন করা হয় স্কুলছাত্র দিদারুল ইসলামকে। খুনের ঘটনায় মূল আসামি বাবু বিশ্বাসকে গ্রেফতার করেছে সিআইডি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রিফিংয়ে সিআইডি জানায়, ২১শে ফেব্রুয়ারি রাতে ফেনী সদরের ডাক্তারপাড়া এলাকা থেকে বাবু বিশ্বাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বিশ্বাস দিদারুলকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সিআইডি।

প্রসঙ্গত, বাবু বিশ্বাসের ছোটভাই মোটরসাইকেলের মেকানিক মামুনুর রশিদ ওরফে আশিক স্কুলপড়ুয়া ছাত্রীদেরকে রাস্তাঘাটে ইভটিজিং করতো। আশিকের এমন অপকর্মে বাধা দেয় খোরশেদপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী দিদারুল ইসলাম। এলাকার সচেতন ব্যক্তিদের নিয়ে তার ইভটিজিংয়ের প্রতিবাদ করে দিদারুল। এতে ক্ষিপ্ত হয়ে ২৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বাবু ফার্নিচার নামে একটি দোকানে ডেকে নিয়ে হত্যা করে দিদারুলকে।

এ ঘটনায় দিদারুলের পিতা আবুল হোসেন বাদি হয়ে কুমারখালী থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায়ই গ্রেফতার করা হয় বাবু বিশ্বাসকে।

/এডব্লিউ

Exit mobile version