Site icon Jamuna Television

৫ ভাইয়ের পর মারা গেলেন রক্তিমও

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় আহত আরেক ভাই রক্তিম সুশীল ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন। এ নিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন ৬ ভাই।

২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাথা, হাত, পা ও পাঁজরে আঘাতপ্রাপ্ত রক্তিমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বাবা ও ৬ ছেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

গুরুতর আহত রক্তিমকে প্রথমে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে ১৩ ফেব্রুয়ারি ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি বাবার শ্রাদ্ধ শেষে একসাথে বাড়ি ফিরছিলেন ৮ ভাইবোন। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান ৫ ভাই। আহত হন ২ ভাই প্লাবন ও রক্তিম শীল। প্লাবন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে পিকআপ ভ্যানের চালক সাইফুলকে।

Exit mobile version