Site icon Jamuna Television

ভর্তুকি দেয়া থেকে সরে আসার কৌশল নির্ধারণের অনুশাসন প্রধানমন্ত্রীর

বিভিন্ন খাতে ভর্তুকি দেয়া থেকে পর্যায়ক্রমে সরে আসার কৌশল নির্ধারণের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় ফোর-জিকে আরো শক্তিশালী করার পাশাপাশি উপজেলা পর্যায়ে ফাইভ-জি সেবা দ্রুত পৌঁছে দেয়ার নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চালুর কার্যক্রম দ্রুত করার তাগিদ দিয়েছনে তিনি। এছাড়া সব নভোথিয়েটার তদারকির জন্য আলাদ সংস্থা করার যায় কিনা, তা যাচাই করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।

সভায় ৮ হাজার ৮শ কোটি টাকায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, দেশে বর্তমানে ৩৪ হাজার ১০০ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার লাইন টানা আছে। নতুন প্রকল্পের মাধ্যমে ৩ হাজার কিলোমিটার লুপ লাইন টেনে বিকল্প অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করা হবে।

/এডব্লিউ

Exit mobile version