Site icon Jamuna Television

যে কারণে অঝোরে কাঁদলেন মিথিলা

ছবি: সংগৃহীত

গতকাল ভারতের কলকাতায় চলছিল ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ সিজন দুইয়ের শুটিং। যেখানে টলিউড ইউনিটের একমাত্র বাংলাদেশি হিসেবে কাজ করছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করতে শুটিং শেষে ছোট্ট একটি আয়োজন করে ইউনিটটি। সেখানে হঠাৎ বেজে ওঠে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। নিজ দেশের গানটি শুনেই নিজেকে আর ধরে রাখতে পারেননি মিথিলা। এটি চলাকালীন অঝোরে কাঁদতে থাকেন তিনি। এ সময় তাকে বুকে টেনে নেন সহকর্মী। অনেকেই মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দেন।

ওয়েবটির প্রধান চরিত্র মন্টু-খ্যাত সৌরভ সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। তিনি লেখেন, ‘সারারাত শুটিং শেষে ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।’

ভিডিওতে দেখা যায়, ওয়েব সিরিজটির শুটিং শেষে মিথিলাসহ সেটের সবাই গোল হয়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। বাজছে একুশের গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। তখনই মিথিলা আবেগপ্লুত হয়ে যান। গানটির শেষপর্যন্ত তাকে কাঁদতে দেখা যায়।

‘মন্টু পাইলট’ নতুন সিরিজে মিথিলার বিপরীতে আছেন সৌরভ দাস। এটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাট থেকে শুরু হয়েছে সিরিজটির শুটিং।

ইউএইচ/

Exit mobile version