Site icon Jamuna Television

নৌকায় ভেজানো দুধ চিতই; খেলেই পূরণ হয় মনের আশা!

ছবি: সংগৃহীত

ওবায়দুর রহমান:

নৌকায় ভেজানো দুধ চিতই! খেলে পূরণ হয় মনের আশা; সেড়ে যায় রোগবালাইও। ফরিদপুরের নগরকান্দায় প্রতি বছর মাঘী পূর্ণিমাতে কথিত এক পীরের বাড়িতে করা হয় এমন আয়োজন। ২৫ বছর ধরে চলে আসছে এই রীতি।

বাড়ির উঠানো কাঠের নৌকা। লম্বায় ২৭ ফুট, চওড়ায় ৬। চারপাশে অলৌকিক পরিবেশ। তারপাশেই সারি-সারি চুলায় তৈরি হচ্ছে পিঠা। জ্বলছে খেঁজুরের রস আর দুধ। এরপর সব ঢালা হয় সেই নৌকায়।

নগরকান্দার সদরবেড়া গ্রামের তপন ফকির। এলাকায় একজন পীর হিসেবেই পরিচিত তিনি। তার বাড়িতেই নৌকায় ভিজানো দুধ চিতাইয়ের আয়োজন। কথিত এই পীরের কাছেই প্রশ্ন ছিল- এভাবে পিঠা পরিবেশনে বিশেষত্ব্য কী? আধ্যাত্মিক ক্ষমতা পেলেন কোথায়?

কথিত পীর তপন ফকির বলেন, আল্লাহ করাইতেছে বিধায় করা হচ্ছে। আগে নবী রাসুলদের কাছে আল্লাহর তরফ থেকে নাকি ওহি আসতো আর এখন যে সত্য পীর-মুর্শিদ আছেন তাদের কাছে নাকি আল্লাহর তরফ থেকে এলহাম আসে। সেই এলহামের ওসিলা করে এগুলো করা হচ্ছে।

প্রতিবছর মাঘী পূর্ণিমাতে ব্যতিক্রমী আয়োজনটি করা হয়। চলে মধ্যরাত পর্যন্ত। সেখানে কেউ আসেন পিঠা খেয়ে মনের আশা পূরণে, কারও বা উদ্দেশ্য থাকে রোগবালাই থেকে মুক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটি। নিজ চোখে তা দেখতে অনেকে ভিড় করছেন সেখানে।

চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই। পিঠা খাওয়ানোর প্রক্রিয়াটি কেবল আলাদা। সেটি স্বাস্থ্যসম্মত কিনা-তা জেনে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ইউএইচ/

Exit mobile version