Site icon Jamuna Television

কবিরাজ দেখানোর কথা বলে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

ফাইল ছবি

বগুড়া ব্যুরো:

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে রতন মিয়া নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক বেগম রুবাইয়া ইয়াছমিন ২০ বছর আগে দায়ের হওয়া চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। জানা গেছে, কবিরাজ দেখানোর কথা বলে ২০০২ সালে শহরের গোদারপাড়া এলাকায় স্ত্রী শাকিলা খাতুনকে ছুরিকাঘাতে খুন করেন রতন মিয়া।

বিচারিক আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটির বিনয় কুমার দাস বিশু জানান, বিয়ের দশ বছর পর শহরের গাজী পালশা এলাকার বাসিন্দা রতন মিয়া তার স্ত্রীকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হয়ে শাকিলা খাতুন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন। এর জেরে, ২০০২ সালের ২০ জুন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

পরেরদিন সকালে রতন মিয়া স্ত্রী শাকিলাকে গ্রাম্য এক কবিরাজের কাছে নিয়ে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে শহরের গোদারপাড়া এলাকায় পৌঁছানোর পর রতন মিয়া ধারালো ছুরি দিয়ে শাকিলাকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনাস্থলেই শাকিলার মৃত্যুর পর তার ভাই সারোয়ার হোসেন রতন মিয়াকে আসামি করে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক রতন। মঙ্গলবার তার অনুপস্থিতিতেই চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন বিচারক।

/এসএইচ

Exit mobile version