Site icon Jamuna Television

যুবককে অপহরণ করে ছবি ও ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি, আটক ১

ফাইল ছবি

স্টাফ রির্পোটার:

নেত্রকোণার দূর্গাপুরের নোমান মিয়া (২২) নামের এক যুবককে কাজ দেয়ার কথা বলে অপহরণের অভিযোগ ওঠেছে প্রতিবেশী বাদশা মিয়া (৩২) নামের আরেক যুবকের বিরুদ্ধে।

জানা গেছে, সোমবার (২১ ফেব্রুয়ারি) বাদশা মুক্তিপণ হিসেবে অপহৃত যুবকের স্বজনদের কাছে মুঠোফোনে ১ লাখ ৪০ হাজার টাকা দাবি করে উল্লেখ করে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন অপহৃতের বাবা। এরপর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাদশা মিয়াকে দূর্গাপুরের সীমান্ত এলাকা থেকে আটক করে। দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নোমান মিয়া গাজীপুরের কোনাবাড়ি এলাকায় থেকে রিকশা চালান। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি গ্রামের বাড়িতে আসেন। ওইদিন বিকেলেই প্রতিবেশি বাদশা মিয়া তাকে কাজ দেয়ার কথা বলে ফেনীতে নিয়ে যান।

পরেরদিন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নোমান মুঠোফোনে তার বোন নূরজাহানকে তার অপহরণ হওয়া শারীরিক নির্যাতনের বিষয়টি জানান। অপহরণকারীরা ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে এবং টাকা না দিলে তাকে খুন করা হবে বলে হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।

ওই দিন দুপুরে লাবু মিয়া নামে অপহরণের সাথে জড়িত অপর এক ব্যক্তি আরেকটি নম্বর থেকে নোমানের বড় ভাই শামিম মিয়াকে ফোন করে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ পাঠাতে বলেন। এসময় অপহরণকারীরা নোমানকে গাছের সাথে শিকলে বেঁধে মারধরের ভিডিও ফুটেজ ও ছবি পাঠায় শামিমের ইমো নম্বরে।

এ ঘটনায় নোমানের বাবা শুক্কুর আলী সোমবার রাতে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, পাটলি গ্রামের বাদশা মিয়া ও ফেনীর লাবু মিয়া নামের দুই ব্যক্তি এ ঘটনায় সরাসরি জড়িত। নোমানকে ফেনীতে নেয়ার দুদিন পর গত শনিবার বাদশা মিয়া দুর্গাপুরের বাড়িতে চলে আসেন। তাকে জিজ্ঞাসা করলে এ বিষয়ে কিছুই জানেননা বলে জানান বাদশা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে অভিযুক্ত বাদশা মিয়াকে আটক করে পুলিশ। তবে পুলিশ হেফাজতে থাকায় বাদশা মিয়ার সাথে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

দূর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, আমরা অভিযোগটি তদন্ত করছি। বাদশা মিয়াকে আটক করা হয়েছে। পাশাপাশি অন্য অপহরণকারীদের অবস্থান শনাক্ত ও অপহৃত যুবককে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।



/এসএইচ

Exit mobile version