Site icon Jamuna Television

রাশিয়ার পদক্ষেপ ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন: জাতিসংঘ মহাসচিব

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় রুশ উদ্যোগের সমালোচনা করে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, এটি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন। খবর এনডিটিভির।

এক বিবৃতিতে তিনি বলেন, রুশ ফেডারেশনের এই সিদ্ধান্ত আঞ্চলিক অখণ্ডতা ও ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ।

মস্কোর স্থানীয় সময় সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।
আরও পড়ুন: লকডাউনে চায়ের দোকান বন্ধ করে পুলিশ, ক্ষোভে ট্রাফিক সিগন্যালের ২৩০টি ব্যাটারি চুরি!
ইউএইচ/

Exit mobile version