Site icon Jamuna Television

মদ রাখার অভিযোগে ইমরান খানের ছেলের বিরুদ্ধে পুলিশের এফআইআর

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের ছেলের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছে পুলিশ। মদ রাখার অভিযোগে এই পদক্ষেপ নেয়া হয়েছে। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়, ইমরানের স্ত্রী বুশরা বিবির আগের ঘরের ছোট ছেলে মুহাম্মদ মুসা মানেকাসহ ২ জনের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছে পুলিশ। অন্য দুইজন হলেন, মুসা মানেকার আত্মীয় মোহাম্মদ আহমেদ মানেকা ও তাদের বন্ধু আহমেদ শাহরিয়ার।

ডন জানায়, লাহোরের একটি পুলিশ চৌকি অতিক্রম করার সময় তাদের গাড়িতে তল্লাশি করা হয়। সেসময় উদ্ধার করা হয় মদের বোতল। এরপর হাসপাতালে পরীক্ষা করা হলে আহমেদ শাহরিয়ারের দেহে মদের উপস্থিতি পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। ইতোমধ্যে তিনি জামিনও পেয়েছেন বলে জানা গেছে।

ইউএইচ/

Exit mobile version