Site icon Jamuna Television

মোদিকে টেলিভিশন বিতর্কের আহ্বান জানালেন ইমরান

ছবি: সংগৃহীত

দুই দেশের মধ্যকার বিবাদমান বিষয়গুলো সমাধানের লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিভিশন বিতর্ক করতে চান বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে ইমরান খানের এমন মন্তব্যে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এনডিটিভির।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আমি টেলিভিশনে নরেন্দ্র মোদির সাথে বিতর্ক করতে চাই। এই বিতর্কের মাধ্যমে দুইদেশের মধ্যকার সমস্যাগুলোর সমাধান করা গেলে উপমহাদেশের শত কোটি মানুষ উপকৃত হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারত পাকিস্তানকে স্পষ্টভাবে আবারও জানিয়েছে যে, সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না। ভারতের এমন বার্তার পরই ইমরান টেলিভিশন বিতর্কের আহ্বান জানালেন মোদিকে।

/এসএইচ

Exit mobile version