পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৪

|

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে হামলা ও মারপিটের ঘটনায় মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পশ্চিম মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- পশ্চিম মথুরাপুর গ্রামের দেলোয়ার হোসেন দুলাল (৫৮) শহিদুল ইসলাম (৪৮), আবুল হোসেন (৬৫) ও তার স্ত্রী সাকেরা খাতুন (৫৫)। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। পরিস্থিতি শান্ত রাখতে হাসপাতালে পুলিশ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেলোয়ার হোসেন দুলাল ও তার ভাই শহিদুল ইসলাম পশ্চিম মথুরাপুর গ্রামের মাঠে বোরো জমিতে ধান রোপন করতে যান। এই খবর পেয়ে আবুল হোসেন ও তার ছেলে জাহাঙ্গীরসহ আরও ৮-১০ জন গিয়ে ধান রোপনে দুলালদের বাঁধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আবুল ও জাহাঙ্গীর তাদের সহযোগীসহ দুলাল ও তার ভাই শহিদুলকে মারপিট শুরু করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।

আহত অবস্থায় দুলাল ও শহিদুলকে হাসপাতালে আনা হয়। পরে আহতাবস্থায় আবুল হোসেন ও তার স্ত্রী সাকেরা খাতুনকেও হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেন দুলালকে চাটমোহর থেকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আবুল হোসেন অভিযোগ করে বলেন, তাদেরকে বাড়ির উপরে গিয়ে মারপিট করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন দুলাল বলেন, তারাই মাঠে গিয়ে আমাদের মারপিট করেছে। পাল্টা অভিযোগ দিতেই নিজেরাই জখম করে হাসপাতালে নিয়ে এসেছে।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply