
স্টিভ রোডস। ছবি: সংগৃহীত
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে সদ্য সমাপ্ত বিপিএল জিতেছেন বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডস। ২০১৮ সালে দুই বছরে চুক্তিতে টাইগারদের কোচ হওয়া এই ইংলিশকে বিদায় নিতে হয়েছিল ২০১৯ বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে। তবে বাংলাদেশের সাথে এখনও দারুণ সম্পর্ক তার। স্টিভ রোডস বলেছেন, জাতীয় দলের দায়িত্ব পালনকালে ঘরোয়া লিগ, অনূর্ধ্ব-১৯ বা এ দলের খেলা দেখতে ছুটে যাওয়াকে কর্তব্যের অংশ বলে মনে করেন তিনি।
বাংলাদেশে দারুণ জনপ্রিয় সাবেক কোচ স্টিভ রোডস। বারবারই বলেছেন, বাংলাদেশের প্রতি তার বিশেষ দুর্বলতা আছে। আর সেটা আবারও প্রকাশ পেলো যমুনা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তাহমিদ অমিতের সাথে রোডসের আলাপচারিতায়। সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবারের বিপিএল জয়ী এই পরামর্শক কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেট, খেলোয়াড়, কোচদের দায়িত্ব এবং নানা বিষয় নিয়ে।

টাইগারদের দায়িত্বে থাকার সময় কেবল জাতীয় দলের খেলাই না, ঘরোয়া ক্রিকেট বিশেষ করে বিভিন্ন লিগ, বয়সভিত্তিক নানা টুর্নামেন্ট দেখতে দেশের নানা প্রান্তে ছুটে যেতেন স্টিভ রোডস। এই ব্যাপারে তিনি বলেন, আমি মনে করি, এই খেলাগুলো দেখা প্রধান কোচের কর্তব্য ও দায়িত্ব। কক্সবাজারের যাওয়ার কারণ, আমার মনে হচ্ছিল তারা পরবর্তীতে আমার টিমে আসবে। তাই তাদেরকে নজরে রাখা আমার কর্তব্যেরই অংশ।

এবারের বিপিএলও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন স্টিভ রোডস, দেখেছেন তরুণ ক্রিকেটারদের। তাদের মাঝে কাউকে আলাদাভাবে নজরে পড়েছে কিনা, সে প্রসঙ্গে বাংলাদেশের সাবেক এই কোচ বলেন, আমি কিছু ক্রিকেটারদের দেখে অবাক হয়েছি। তাদের মাঝে বাঁহাতিরা উল্লেখযোগ্য। দারুণ পারফর্ম করেছে মৃতুঞ্জয়, শফিকুল, রানা। তারা সঠিক দিকনির্দেশনা পেলে মোস্তাফিজের থেকে দায়িত্বের ভাগ নিতে পারবে। পারভেজ ইমন খুব একটা সুযোগ পায়নি, কিন্তু সে খুব প্রতিভাবান। মাইদুল অংকন, সে ভয়ংকর ব্যাটার। তাছাড়া নিউজিল্যান্ডে তরুণরা তাদের সক্ষমতার প্রমাণ রেখেছে।
আরও পড়ুন: বাংলাদেশের কাজ করলে বিদেশিদের উচিত বাংলা শেখা: স্টিভ রোডস



Leave a reply