রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনার মুখে পড়লেও সমর্থন পেয়েছেন দীর্ঘদিনের মিত্র সিরিয়ার। নতুন এ দুটি দেশে শীঘ্রই নিজেদের দূতাবাস স্থাপন করবে বলেও জানিয়েছে সিরিয়া সরকার। খবর আলজাজিরার।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, মস্কো সফররত সিরিয়ান পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সেখানেই পুতিনের এ সিদ্ধান্তকে সমর্থন জানান। মস্কোতে এক অনুষ্ঠানে ফয়সাল মিকদাদ বলেন, প্রেসিডেন্ট পুতিন লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তাতে সিরিয়ার সমর্থন আছে। পুতিনের এমন স্বীকৃতির পর থেকেই উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে।
এদিকে, বাইডেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা রয়েছে মার্কিন সরকারের। ইতোমধ্যে, যুক্তরাজ্য ও জাপান সরকার নিশ্চিত করেছে যে, সুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা দিলে তাতে এই দুই দেশের সমর্থন থাকবে।
/এসএইচ

