Site icon Jamuna Television

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ কাল

ছবি: সংগৃহীত

মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১’টায় শুরু হবে প্রথম ওয়ানডে।

চট্টগ্রামে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে টাইগাররা। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলেই ইংল্যান্ডকে টপকে ওয়ানডে সুপার লিগের শীর্ষে ওঠার সুযোগ থাকছে তামিম-সাকিবদের সামনে। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮০। আর শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৯৫। ১৫ ম্যাচে ৯ জয় রয়েছে ইংলিশদের। ম্যাচ প্রতি ১০ পয়েন্ট করে দুটি জয় পেলেই শীর্ষে উঠে আসবে বাংলাদেশ। ১ পয়েন্ট কম নিয়ে বাংলাদেশের পরেই অবস্থান ভারতের।

চমক দেখিয়ে টেবিলের চারে অবস্থান করছে আয়ারল্যান্ড। তাদের ঝুলিতে আছে ৬৮ পয়েন্ট। ৬২ ও ৬০ পয়েন্ট নিয়ে এই তালিকার পাঁচ ও ছয় নাম্বারে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

সুপার লিগ চালু হওয়ার পর থেকে ১২ ম্যাচে ৮ জয় পেয়েছে টাইগাররা। দীর্ঘদিন পর দর্শক প্রবেশের অনুমতি পাওয়ায় উৎসবের আমেজ বইছে চট্টগ্রামে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা যায় তাদের।

আরও পড়ুন: বাংলাদেশের কাজ করলে বিদেশিদের উচিত বাংলা শেখা: স্টিভ রোডস

Exit mobile version