
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের উন্নয়নের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের ‘আগাছা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন আগাছাদের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ভাষা আন্দোলনে শেখ মুজিবের অবদান ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করেছিলো একটি গোষ্ঠী।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় বাঙালির অধিকার আদায়ে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের অবদান তুলে ধরেন দলের কেন্দ্রীয় নেতারা।
বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতা একটা কথা বলতেন- বাংলাদেশের মাটি এত উর্বর এখানে যেমন ফসলও হয় তেমনি সেখানে অনেক পরগাছা-আগাছাও জন্মে। এই আগাছা থাকবে এটা ঠিক। কিন্তু এই আগাছাকে কী করতে হবে সেটা বাঙালিদের নিজেদেরই ভাবতে হবে। কারণ, আমরা আমাদের স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে চাই।
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর পথচলার গল্প তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতাকে কারাবরণ করতে হলেও ইতিহাস থেকে তার অবদান মুছে ফেলা হয়েছিলো বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই বিশ্ব দরবারে মর্যাদা পেয়েছে। আজকে স্বাধীন হয়েছি বলেই যারা ভাষার জন্য রক্ত দিয়েছে সেই রক্তের মর্যাদা তারা পেয়েছেন। কেননা, আজকে ২১শে ফেব্রুয়ারি শুধু আমাদের নয় সারাবিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কাজেই তাদের এই মহান আত্মত্যাগের জন্যই আমাদের এই মহৎ অর্জন সম্ভব হয়েছে। যেটা জাতির পিতা সবসময় বলতেন-মহান অর্জনের জন্য মহান আত্মত্যাগ দরকার।
সারা বিশ্ব বাংলাদেশের এগিয়ে চলাকে সম্মান জানালেও, খোদ বাংলাদেশেই এই উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভাষা শহীদদের সংগ্রাম এবং রক্তদান সারা বিশ্বে বাংলাদেশ মর্যাদা বৃদ্ধি করেছে বলেও জানান শেখ হাসিনা।



Leave a reply