অস্থির পেঁয়াজের বাজার, সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে প্রায় দ্বিগুণ

|

নিত্যপণ্যের দরবৃদ্ধির তালিকায় চাল-ডাল-ভোজ্যতেলের সাথে এবার যুক্ত হয়েছে পেঁয়াজ। দফায় দফায় মূল্যবৃদ্ধিতে সংসার চালাতে হিমশিম অবস্থা নির্দিষ্ট আয়ের মানুষের। মাত্র ৭ দিনের ব্যবধানে ৩০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। বরাবরের মতো বিক্রেতারা দিচ্ছেন সরবরাহ ঘাটতির অজুহাত। আর ক্রেতাদের অভিযোগের আঙ্গুল নজরদারির অভাব ও সিন্ডিকেট বাণিজ্যের দিকে।

মৌসুমে দু’বার পেঁয়াজের আবাদ হয়। শীতের শুরু থেকে ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ থাকে। আর চৈত্রের মাঝামাঝি থেকে বাজারে আসতে শুরু করে হালি বা রাখি পেঁয়াজ। বিক্রেতারা বলছেন, এই দুই জাতের পেঁয়াজ উৎপাদনের মাঝে এক মাসের ব্যবধান। আর এই সময়টাতেই অস্থিতিশীল করে তোলা হয় পেঁয়াজের বাজার।

অনাবৃষ্টির কারণে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের আবাদ। সেইসাথে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়তি বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভারত বা অন্য কোনো দেশ থেকেও পেঁয়াজ আমদানি করছেন না ব্যবসায়ীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply