Site icon Jamuna Television

‘পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে শুধু বিশ্ববাজারের অস্থিরতাই দায়ী নয়’

গুটিকয়েক ব্যবসায়ীর কারসাজিতে অস্থির হচ্ছে বাজার। শুধু বিশ্ববাজারের কারণেই নয়, পণ্যমূল্য বৃদ্ধির জন্য অতিমুনাফার প্রবণতাও দায়ী। এমন মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন বাজার সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, শুধু নিম্নবিত্ত শ্রেণিই নয়, মধ্যবিত্তও এখন চাপে আছে। রোজার আগেই বাজার অস্থির হয়ে উঠেছে। ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বেশিরভাগ পণ্য।

যৌক্তিক দাম নেয়ার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, রোজার মাসে বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হবে। ভোক্তাস্বার্থ ক্ষুণ্ন হলে ব্যবস্থা নেয়া হবে। মহাপরিচালক সফিকুজ্জামান আরও বলেন, বাজারে কারসাজি হলে এখন থেকে ব্যবসায়ী নেতাদের দায় নিতে হবে।

এসজেড/

Exit mobile version