Site icon Jamuna Television

ফিফা উইন্ডোতে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা উইন্ডোতে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার একটি মালদ্বীপ ও অন্যটি মঙ্গোলিয়ার বিপক্ষে। জামাল ভূঁইয়ার দল মার্চের উইন্ডোতে প্রথমে ২৪ তারিখ মালদ্বীপে গিয়ে আর পরে ২৯ তারিখ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে দু’টি ম্যাচ খেলবে।

ফিফা থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবলারদের করোনা টিকা দেয়া না থাকায় গত জানুয়ারিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের ফিফা উইন্ডোর ম্যাচ বাতিল হয়েছিল। তবে এবার আর সেই ভুল হচ্ছে না। বেশ কয়েকটি দেশের সাথে আলোচনার পর মালদ্বীপ ও মঙ্গোলিয়ার সাথে খেলা নিশ্চিত করেছে বাফুফে।

এদিকে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এশিয়ান কোয়ালিফায়ারের আগে এই দুই প্রীতি ম্যাচকে নিচ্ছেন প্রস্তুতি হিসেবে। তিনি বলেন, ১৮ মার্চ পর্যন্ত হবে লিগের খেলা। তারপরও সবাই খেলার মধ্যে থাকায় ততোটা সমস্যা হবে না। আমার মূল লক্ষ্য এশিয়ান কাপ কোয়ালিফায়ার ঘিরে। দল বাছাইয়ে আমি বেশ লম্বা একটা সময় পাচ্ছি।

আরও পড়ুন: ৪০ কোটি ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে ইতিহাস গড়লেন রোনালদো

Exit mobile version