বাংলাদেশের উচিত নিজেদের কোচ তৈরি করা। কারণ, খেলোয়াড়েরা পরিচিত মুখকে কোচ হিসেবে পছন্দ করে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে সদ্য সমাপ্ত বিপিএল জিতেছেন বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডস। ২০১৮ সালে দুই বছরের চুক্তিতে টাইগারদের কোচ হওয়া এই ইংলিশকে বিদায় নিতে হয়েছিল ২০১৯ বিশ্বকাপের ব্যর্থতার দায় নিয়ে। তবে বাংলাদেশের ক্রিকেটারদের সাথে এখনও দারুণ সম্পর্ক তার। সেই সাথে বাংলাদেশেও দারুণ জনপ্রিয় সাবেক কোচ স্টিভ রোডস। বারবারই বলেছেন, বাংলাদেশের প্রতি তার বিশেষ দুর্বলতা আছে। আর সেটা আবারও প্রকাশ পেলো যমুনা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক তাহমিদ অমিতের সাথে রোডসের আলাপচারিতায়। সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবারের বিপিএল জয়ী এই পরামর্শক কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেট, খেলোয়াড়, কোচদের দায়িত্ব এবং নানা বিষয় নিয়ে।
বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো লম্বা সময়ের জন্য উপযোগী কিনা, এমন প্রশ্নের জবাবে স্টিভ রোডস কোনো মন্তব্য করতে রাজী হননি। তবে তিনি বলেন, আমি তাকে (রাসেল ডমিঙ্গো) কাছ থেকে দেখিনি। সে ড্রেসিংরুমে কেমন তাও জানা নেই। আমি বলতে চাই, বাংলাদেশের উচিত নিজেদের কোচ তৈরি করা। কারণ, খেলোয়াড়েরা পরিচিত মুখকে কোচ হিসেবে পছন্দ করে। লোকাল কোচেরাই আসল হিরো। তারাই ক্রিকেটার তৈরি করে। আর নতুন বিদেশি কোচ পরিবর্তন হলে নতুন করে মানিয়ে নিতেও সমস্যা হয়।
আরও পড়ুন: বাংলাদেশের কাজ করলে বিদেশিদের উচিত বাংলা শেখা: স্টিভ রোডস
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন সম্পর্কে স্টিভ রোডস বলেন, সে নিঃসন্দেহে জাতীয় দলকে সমর্থন দেয়ার যোগ্যতা রাখে। তার কিছু ভালো গুণ আছে, যা অন্যদের নেই। সে প্লেয়ারদের খুব ভালো করে চেনে, বুঝে।
আরও পড়ুন: ‘ঘরোয়া ও বয়সভিত্তিক ক্রিকেট দেখাকে কর্তব্যের অংশ বলে মনে করি’

