শেষ বয়সের ভালোবাসা পেলো পরিণতি, নেচে-গেয়ে বরণ করলো এলাকাবাসী

|

বৃদ্ধ আশরাফুল আলীর (৬৫) স্ত্রী মারা গেছেন ৮ বছর আগে। আর ৫৫ বছরের বানু বেগমের বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রায় ২০ বছর। দু’জনই নিঃসঙ্গ। সম্প্রতি তাদের পরিচয় হয় বরিশালের বানারীপাড়ার একটি আশ্রয়ণ প্রকল্পে। পরিচয় থেকে বৃদ্ধ বয়সে ভালোবাসা। অবশেষে তারা আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে।

চাখার ইউনিয়নের ‘সাকরাল শেখ হাসিনা, আশ্রয়ণ প্রকল্পে’ মেয়ে ও জামাতার সাথে বসবাস করেন বানু বেগম। কয়েক মাস আগে সেখানে আসেন আশরাফুল আলী। প্রথম দেখাতেই প্রেমে পড়েন আশরাফ-বানু। গল্পের ছলে চলে মন দেয়া নেয়া। এরপর আশরাফুলের বিয়ের প্রস্তাবে রাজি হন বানু বেগম।

আশ্রয়ণ প্রকল্পেই ধুমধাম করে বিয়ে হয় তাদের। অতিথি আপ্যায়ন, নাচ-গান কোনো কিছুরই কমতি ছিল না। সম্মতি ছিল বানু বেগমের সন্তানসহ প্রকল্পে বসবাসকারীদের।

বিয়ের পেছনে বড় ভূমিকায় ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুল ইসলাম টুকু। সবার সাথে কথা বলে ঠিক করেন বিয়ের দিনক্ষণ। সকল ব্যয়ও বহন করেন তিনি। নেচে গেয়ে বিয়ের আনন্দও ভাগাভাগি করেন চেয়ারম্যান মজিবুল ইসলাম। বাকি জীবনও এক সাথে কাটাতে চান নব দম্পতি। সকলের দোয়া চেয়েছেন তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply