পাঁচ নম্বর পজিশন ছাড়া বাংলাদেশের একাদশ প্রায় চূড়ান্ত

|

কে খেলবেন ৫ নম্বরে?

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচে পাঁচ নম্বর পজিশন ছাড়া বাংলাদেশের একাদশ প্রায় চূড়ান্ত। সেরকম ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ইয়াসির আলি রাব্বি ও মাহমুদুল হাসান জয়ের মধ্যে একজন খেলবেন পজিশনটিতে।

বাংলাদেশের জন্য বরাবরই পয়া ভেন্যু চট্টগ্রাম। তবে এখানেই রয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের সেই ঐতিহাসিক পরাজয়। তাই এবার বাড়তি সতর্কতা থেকেই সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছে টাইগাররা। ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন দাস, ৩ নম্বরে নামবেন সাকিব। ৪ নম্বরে থাকা মুশফিক থাকবেন উইকেটের পেছনে। তবে অনিশ্চয়তা রয়েছে ৫ নম্বর পজিশনটি নিয়ে। সেখানে ইয়াসির রাব্বি নাকি মাহমুদুল জয়, কে খেলবেন সেটি এখনও নিশ্চিত নয়। তারপর আছেন মাহমুদউল্লাহ। স্পিনে সাকিবের সাথে দেখা যেতে পারে মেহেদি মিরাজকে। এই দুই স্পিনারের সাথে মোস্তাফিজ-তাসকিন-শরিফুলের পেস ত্রয়ীর ওপর নির্ভর করছে বাংলাদেশের পারফরমেন্স। এই নিয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, ইয়াসির রাব্বি ও মাহমুদুল জয়কে রাখা হয়েছে। অপশন আছে আমাদের হাতে। দলের জন্য ৫ নম্বর পজিশনটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ভালোভাবে খাপ খাওয়াতে পারে এমন খেলোয়াড় পাই, তবে সেটা দলের জন্যই ভালো।

আরও পড়ুন: বাংলাদেশের উচিত নিজেদের কোচ তৈরি করা: স্টিভ রোডস

আফগান স্পিন বিষে নীল হওয়ার অভিজ্ঞতা আগেও আছে বাংলাদেশের। তাই উইকেট বিবেচনায় ঢাকাকে না রেখে চট্টগ্রামে সরিয়ে আনা হয় ওয়ানডে সিরিজ। তারপরও অধিনায়কের চাওয়া অনেকটা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতোই। নান্নু জানান, ভালো এবং স্পোর্টিং উইকেটই থাকবে চট্টগ্রামে।

তামিম ইকবালও একইরকম আশার কথা বললেন। তিনি বলেন, ডিউ ফ্যাক্টর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি কাল স্পোর্টিং উইকেট পাবো, যেখানে ব্যাটার এবং পেস বোলার সবাই সাহায্য পাবে।

আরও পড়ুন: আফগান স্পিনত্রয়ীর বিপক্ষে বাংলাদেশে দেখা যেতে পারে ৩ পেসার


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply