
ছবি: সংগৃহীত
বিপিএলে মাত্র ১ ম্যাচে ওপেন করা মোহাম্মদ নাঈম শেখকে ওপেনার হিসেবে টি-টোয়েন্টি দলে রাখার কারণ তার মেধা ও সামর্থ্য। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। যদিও ফর্মে থাকা মুনিম শাহরিয়ারের অন্তর্ভুক্তিতে আফগানিস্তান সিরিজে নাঈমের একাদশে থাকা নিয়ে আছে অনিশ্চয়তা। বিপিএলে নাঈমের অফফর্ম ও তার ব্যাটিং পজিশন নিয়ে কথা বলতে চাননি প্রধান নির্বাচক।

ক্রিকইনফোর ওয়েবসাইটে ২০২১ সালে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈমের নামটা সবার ওপরে। ২৩ গড়ে ২৬ ম্যাচে ৫৭৫ রান সংগ্রহ করেছেন এই বাঁহাতি ওপেনার। পাকিস্তানের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাঈমের ব্যাট থেকে আসে ৪৭ রান। কিন্তু তার স্ট্রাইক রেট ফরম্যাট অনুযায়ী ভালো না হলেও তাকেই বিবেচনা করেছেন নির্বাচকরা।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, গত এক বছরে নাঈম শেখ দেশের হয়ে অনেকগুলো ভালো ইনিংস খেলেছে। তাই তাকে আমরা দলের সাথেই রেখেছি। ওয়ানডে সিরিজে তাকে বিশ্রামে রাখলেও টি-টোয়েন্টির বিবেচনায় তাকে রাখা হয়েছে। সে মেধাবী ক্রিকেটার। আমি আশা করি, সে আবার নিজেকে মেলে ধরতে পারবে।
বিপিএলে বিসিবির থিঙ্ক ট্যাঙ্কের করা দল মিনিস্টার ঢাকায় জায়গা হলেও নাঈমকে ব্যাট করতে হয়েছে ৮ নম্বরেও। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কের অধীনে নাঈমের ব্যাটিং পজিশন নিয়ে যেমন প্রশ্ন ওঠে তেমনি, জ্বলে ওঠেনি নাঈমের ব্যাট। তবে বিপিএলে নাঈমের ব্যাটিং পজিশন ও অফফর্ম নিয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রধান নির্বাচক।
আরও পড়ুন: আফগান স্পিনত্রয়ীর বিপক্ষে বাংলাদেশে দেখা যেতে পারে ৩ পেসার
২০১৯ সালে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজেই ২৬, ৩৬ ও ৮১ রানের ইনিংস খেলে পথচলা শুরু হয় নাইমের। পরের সিরিজগুলোতেও রান পেয়েছেন, তবে স্ট্রাইক রেট ছিল হতাশাজনক। অভিজ্ঞ তামিম ইকবালের শূন্যতা জাতীয় দলে তো বটেই, তার উপস্থিতিতে মিনিস্টার ঢাকার হয়েও বিপিএলে পূরণ করতে পারেননি নাঈম। এখন আফগানিস্তানের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ইনফর্ম তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। তার স্ট্রাইক রেট বেশ আশাব্যঞ্জক। কারণ, টি-টোয়েন্টিতে শুধু রান করলেই হয় না, সেই সাথে রান তোলার গতিটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। গত ২ বছর ধরে নাঈমের ওপর বিসিবির বিনিয়োগ বৃথা যাবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: পাঁচ নম্বর পজিশন ছাড়া বাংলাদেশের একাদশ প্রায় চূড়ান্ত



Leave a reply