ইউক্রেন থেকে রাতেই ভারতীয়দের ফেরত আনছে বিশেষ ফ্লাইট

|

ছবি: সংগৃহীত।

ইউক্রেনে বেজেছে যুদ্ধের দামামা। যেকোনো সময় চূড়ান্ত যুদ্ধ বাধার শঙ্কা। এ অবস্থায় ইউক্রেনে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থীসহ অন্যান্য ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে রওয়ানা হয়েছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। ইউক্রেন বিমানবন্দরে থাকা সকল ভারতীয়দের মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

এ বিষয়ে সংবাদ সংস্থা এএনআইকে এয়ার ইন্ডিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইউক্রেন থেকে এয়ার ইন্ডিয়া পরিচালিত তিনটি বিমান ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসবে। সেই তিনটি বিমানের মধ্যে এয়ার ইন্ডিয়ার প্রথম বিশেষ ফ্লাইট (এআই-১৯৪৬) মঙ্গলবার রাতে ভারতীয় নাগরিকদের নিয়ে উড়ে আসবে দেশে।

জানা গেছে, সোমবার রাতেই এয়ার ইন্ডিয়ার বিমান ইউক্রেনে পৌঁছায়। আগামী ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার আরও দুটি বিমানে করে ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply