Site icon Jamuna Television

চলে গেলেন কাওসার আহমেদ চৌধুরী

বিশিষ্ট গীতিকার ও রাশিফল লেখক কাওসার আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কাওসার আহমেদ চৌধুরীর ছেলে আহমেদ শাফি চৌধুরী।

পরিবার সূত্রে জানা গেছে, কাওসার আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি, রক্তের সংক্রমণসহ একাধিক জটিলতায় ভুগছিলেন।এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছেন বলেও জানা গেছে। গত বুধবার তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়, পরে সেখান থেকে ধানমণ্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয় তাকে।

উল্লেখ্য, কাসার আহমেদ চৌধুরী একটি শীর্ষ দৈনিক পত্রিকায় দীর্ঘদিন ধরে রাশিচক্র লেখেন। এর পাশাপাশি বিভিন্ন ব্যান্ড ও শিল্পীদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক গানও রচনা করেছেন।

/এসএইচ

Exit mobile version