‘অভাবের তাড়নায়’ এমপিকে কল করে টাকা চেয়ে হুমকি, যুবক আটক

|

আটককৃত আসাদুজ্জামান সোহেল (২৮)

গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকে মোবাইল ফোনে টাকা চেয়ে হুমকি দেয়ার অভিযোগে আসাদুজ্জামান সোহেল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে আটককৃতের দাবি, অন্য কোনো উদ্দেশে নয়, অভাবের তাড়নায় এমনটা করেছেন তিনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মোবাইল নাম্বারের সূত্র ধরে পলাশবাড়ী থানা পুলিশ নিজ বাড়ি থেকে সোহেলকে আটক করে।
 
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, কয়েকদিন ধরে মোবাইলে ফোনে এমপির কাছে টাকা দাবি করে আসাদুজ্জামান। পরিচয় না দিয়ে এমপির ব্যবহ্নত নাম্বরে দিনে একাধিকবার ফোন করাসহ এসএমএস পাঠিয়ে বিরক্ত করে আসাদুজ্জামান। টাকা না দিলে অশ্লীল ভাষায় গালি ও বিভিন্ন হুমকিও দেয়া হয়।  ঘটনার প্রতিকার চেয়ে এমপি উম্মে কুলসুম স্মৃতি গত ২১ ফেব্রুয়ারী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে ফোনের সূত্র ধরেই আসাদুজ্জামানকে আটক করা হয়।

ওসি আরও বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে টাকা দাবি ও হুমকির কথা স্বীকার করেছে আসাদুজ্জামান। এমপির কাছে ফোন করলে টাকা পাওয়া যাবে এমন আশায় আসাদুজ্জামান ফোন করে বলে জানায়। তবে অন্য কোনো উদ্দেশে নয়, অভাবের কারণে আসাদুজ্জামান এমনটা করেছে বলে দাবি করেন। আসাদুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। 

এ বিষয়ে এমপি উম্মে কুলসুম স্মৃতি ফোনে জানান, কয়েকদিন ধরে টাকা দাবি করাসহ গোপন তথ্য এমনকি কথোপকথনের অডিও ফাঁসের হুমকি দেয়া হয় আমাকে। কখনও ফোন কখনও এমএমএসে হুমকি দেয়া হয়। পরে হুমকির বিষয়টি উল্লেখ করে থানায় প্রতিকার চেয়ে জিডি করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply