Site icon Jamuna Television

ঢাকা ক্লাসিকোতে মুখোমুখি আবাহনী ও মোহামেডান

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগ ফুটবলের ঢাকা ক্লাসিকোতে সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ঐতিহ্যবাহী দুই দলের লড়াই।

চলতি মৌসুমে ট্রেবল জয়ের লক্ষ্যে মাঠে নামা আবাহনী রয়েছে দারুণ ফর্মে। লিগের প্রথম চার ম্যাচের মধ্যে ৩টিতেই জয় তুলে নিয়েছে মারিও লেমসের দল। একমাত্র ড্রটি করেছে তারা পুলিশ এফসির সাথে। চলতি মৌসুমে নিজেদের হোম ভেন্যুতে প্রথম ম্যাচে জয় পেলে আবারও শীর্ষে উঠে যাবে ধানমন্ডির জায়ান্টরা।

বিপরীতে ৪ ম্যাচে দুটি করে জয় আর ড্র নিয়ে মোহামেডানও ইঙ্গিত দিয়েছে নিজেদের ফর্মে ফেরার। জয় পেলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসার সুযোগ রয়েছে সাদা-কালো শিবিরের। পেশাদার লিগে এখন পর্যন্ত ২৭ দেখায় ১২ জয় আবাহনীর, বিপরীতে মাত্র ৫ বার শেষ হাসি হেসেছে মোহামেডান।

আরও পড়ুন: ফিফা উইন্ডোতে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ

Exit mobile version