
প্রতীকী ছবি।
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পানিতে ডুবে হাবিবা আক্তার নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের এ ঘটনা ঘটে। ইন্দুরকানী গ্রামের ব্যবসায়ী আ.কুদ্দুস মল্লিকের মেয়ে হাবিবা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশু হাবিবার মা ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাইরে খেলছিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে মা ও পরিবারের লোকজন
খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তারা। পরে উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ননী গোপাল রায় জানান, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতলে নিয়ে আসা হয়েছিল।
জেডআই/



Leave a reply