Site icon Jamuna Television

যাচাই করে নিন দৃষ্টিশক্তি, ছবিতে কয়টি নাম্বার দেখতে পাচ্ছেন?

সামাজিক যোগযোগমাধ্যমে সংখ্যার খেলার সাথে দৃষ্টির পরীক্ষামূলক ছবি মাঝেমাঝেই দেখা যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ছবি বেশ ভাইরাল।

প্রথমে দেখে মনে হবে ছবিটিতে তিনটি সংখ্যা। সংখ্যা তিনটিহলো ৬, ৪ এবং ৮। যা বলে দেয়া সম্ভব সহজেই। কিন্তু মোটে তিনটে নয় এই ছবিতে লুকিয়ে আছে আরও অনেক সংখ্যা। সংখ্যা ও চোখের এই পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বেশিরভাগ মানুষই।

এর কয়েকদিন আগেই বের হয়েছিল সংখ্যা ও দৃষ্টির পরীক্ষামূলক আরেকটি ছবি। যেখানে সাদাকালো দাগ কাটা একটি চক্রের মধ্যে লুকানো ছিল কয়েকটি সংখ্যা। সেখান থেকেই বের করতে বলা হয় আসল সংখ্যার পরিমাণ।

জেডআই/

Exit mobile version